সমগ্র বাংলাদেশ বিশ্ব ক্রিকেট খেলা বাণিজ্য হ্যালো গ্লিটজ লাইফস্টাইল টেক সব খবর বিশ্বইসরায়েলি বিমান হামলায় কাঁপল বৈরুত, হিজবুল্লাহর কমান্ড সেন্টারে আঘাতহিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরাল্লহকে লক্ষ্যস্থলে পরিণত করতে এসব হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে।ইসরায়েলি বিমান হামলায় কাঁপল বৈরুত, লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর ওপর আক্রমণ তীব্রতর করে শনিবারের প্রথম কয়েক ঘণ্টায় রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলীতে বিমান হামলার ঢেউ বইয়ে দিয়েছে ইসরায়েল।এর আগে শুক্রবার ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর কমান্ড সেন্টার লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় তারা। হিজবুল্লাহর নেতা হাসান নাসরাল্লহকে লক্ষ্যস্থলে পরিণত করতে এসব হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।শনিবার ভোরের আগে বৈরুতে ২০ বারেরও বেশি বিমান হামলা চালানো হয়েছে বলে রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানিয়েছেন। দক্ষিণ বৈরুতের ঘরবাড়ি ছেড়ে হাজার হাজার লেবাননি নগরীর কেন্দ্রস্থলের বিভিন্ন স্কয়ার, পার্ক ও ফুটপাতে এবং সাগরতীরের এলাকাগুলোতে জমায়েত হয়েছেন
এলাকা ছাড়ার ইসরায়েলি নির্দেশ পেয়ে দক্ষিণ বৈরুত থেকে পালিয়ে আসা সারি (৩০) বলেন, “তারা দহিকে (দক্ষিণ বৈরুতের এলাকা) ধ্বংস করে দিতে চায়, তারা আমাদের সবাইকে ধ্বংস করতে চায়।”
কাছেই নতুন করে বাস্তচ্যুত হওয়া লোকজন বৈরুতের শহীদি চত্বরের মাটিতে ম্যাট বিছিয়ে ঘুমানোর চেষ্টা করছিল।
