মোঃ আরিদুল হাসান (১৩ বছর বাবা-মায়ের এক মাত্র সন্তান)
পিতা :মোঃ আনোয়ার শেখ ,মাতা:আসমা বেগম গত ০৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে আনুমানিক সকাল ৯ ঘটিকায় গোপালগঞ্জ মুকসুদপুর থানাধীন খান্দারপারা ইউনিয়ন ঝাঁকর গ্রাম শিমুলতলা এলাকা থেকে নিখোঁজ হয়েছে।নিখোঁজের সময় তার পরনে ছিল হাফ হাতা স্কুল ড্রেস শার্ট প্যান্ট।তার গায়ের বর্ণ শ্যামলা ,চিকন উচ্চতা ৪ ফিট ২ ইঞ্চি। যদি কেউ উক্ত বালকের সন্ধান পেয়ে থাকেন জরুরি ভিত্তিতে সন্ধান প্রার্থীর সাথে যোগাযোগ করার জন্য অনুসন্ধান করা হচ্ছে।
সন্ধান প্রার্থী পিতা: মোঃ আনোয়ার শেখ মাতা :আসমা বেগম।মোবাইল:01749981820