ব্যতিক্রমী চিন্তার মধ্য দিয়ে মানুষের সেবা করার জন্য এবার নতুন একটি উদ্যোগ নিলেন অভিনেতা রোমেল ইশতিয়াক নিজের অর্থায়ন ও দেশের মানুষের সহযোগিতা নিয়ে শুরু করতে যাচ্ছেন সারা দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি। তার নিজের নামে তৈরি রোমেল ইশতিয়াক ফাউন্ডেশন (রিফ) নামের এই সামাজিক ও মানবিক ফাউন্ডেশন এর মাধ্যমে ইতোমধ্যে বহু সামাজিক ও দুর্যোগময় মুহূর্তে সাধারণত মানুষের পাশে দাঁড়িয়েছেন। তারই ধারাবাহিকতায় এবার তিনি উদ্যোগ নিলেন। বৃক্ষরোপন কর্মসূচি। অভিনেতা রোমেল ইশতিয়াক এর ইচ্ছা সরকারি কাচা পাকা রাস্তার ধার দিয়ে তিনি নিয়মিত ঔষধি ও ফলমুলের চারা রোপন করবেন। তার এই মহত উদ্যোগ এর পিছনের কারন হিসাবে তিনি আমাদের জানান। দিনদিন আমরা প্রকৃতি শূন্য হয়ে পড়ছি।আগের দিনের মতো গাছে গাছে পাখিদের কলকাকলীতে মুখর হতে দেখিনা। মানুষ দিনদিন বিভিন্ন দূর্যোগের মধ্যদিয়ে দিন পার করছে। দেশের অবকাঠামো ও মানুষের সুস্থতার কথা চিন্তা করে, আমাদের আগামী প্রজন্মের সুস্বাস্থ্য নিশ্চিত করতে আমি এই উদ্যোগ নিয়েছি। তিনি আরো বলেন। একজন মানুষ একা কোন কিছু করতে পারেনা। তবে উদ্যোগ প্রথমে একক ভাবেই নিতে হয়। আমি আমার এই কাজে আমার বন্ধু বান্ধব সহ বহু কাছের মানুষের সহযোগিতা পাচ্ছি। আশাকরি আমরা সবাই যদি একটা করে গাছের চারা আমাদের নিজেদের আঙ্গিনায় লাগায় তাহলে আমরা সবাই অনেক বেশি উপকৃত হবো। অভিনেতা রোমেল ইশতিয়াক বলেন আমরাই পারি আমাদের এই বাংলাদেশকে একটি সুস্থ ও সুন্দর পরিবেশের রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে উপস্থাপন করতে।