৫ অক্টোবর ২০২৪, শনিবার বেলা ১২ টা । ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্য ‘আত্মহত্যা’ করেছিলেন ১৭ বছর আগে। আলোড়ন তোলা সেই ঘটনা থেকে অনুপ্রেরণা নিয়ে চিত্রনাট্য তৈরী করেছেন সময়ের জনপ্রিয় ও অন্যতম সুদক্ষ নির্মাতা ভিকি জাহেদ। সত্যি ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত ‘চক্র’ নামের ওয়েব সিরিজটি আইস্ক্রিনে শুভমুক্তি পেতে যাচ্ছে আগামী ১০ আক্টোবর দুপুর তিনটায়।সেই উপলক্ষে শুভমুক্তির ঘোষনা অনুষ্ঠানের আয়োজন করা হয় আজ শনিবার বেলা ১২টায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের সকলের প্রিয় ইমপ্রেস টেলিফিল্ম লি. এর পরিচালক ও বার্তাপ্রধান জনাব শাইখ সিরাজ, বিশিষ্ট কর্পোরেট ব্যাক্তিত্ব ইস্পাহানি টি-লিমিটেড এর মহাব্যাবস্থাপক জনাব ওমর হান্নান ও এই সময়ের জনপ্রিয় ও অন্যতম সুদক্ষ নির্মাতা, চক্র সিরিজের পরিচালক ভিকি জাহেদ, এই সিরিজের প্রধান দুজন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ও জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন।‘চক্র’ নামের ওয়েব সিরিজটি প্রসংগে পরিচালক ভিকি জাহেদ বলেন দীর্ঘ দিন ধরে দৃশ্যধারণ এর কাজ শেষ হলেও বাকি সব কাজ কাজ শেষ করতে পারছিলেন না। বহু বাধা পেরিয়ে এবার সেই চিত্রনাট্যের সিরিজ আলোর মুখ দেখতে চলেছে। “২০০৭ সালে একই পরিবারের নয়জন ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা ঘটনার পেছনের মূল কারণ সেভাবে সামনে আসেনি। একেক জন একেক রকম ভাবে ভেবে নিয়েছিলেন। আমরাও আমাদের জায়গা থেকে সেই গল্পের সঙ্গে মিল রেখে কাল্পনিক থ্রিলার একটি গল্প এই সিরিজে দেখানোর চেষ্টা