সম্প্রতি অ্যাপল নিয়ে এসেছে তাদের হ্যান্ডহেল্ড ডিভাইসে ব্যবহৃত অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ আইওএস ১৮, যার সঙ্গে এসেছে বিভিন্ন সব ফিচার।নতুন ফিচারের মধ্যে একটি হল বহুল প্রতীক্ষিত কাস্টমাইজেশন ফিচার, যার মাধ্যমে নিজের আইফোনের অ্যাপ আইকনের রং বদলে নেওয়া যাবে।এ কাস্টমাইজেশন ফিচার নিয়ে নির্দেশনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ডিজিটালট্রেন্ডস। চলুন জেনে নেওয়া যাক এর বিস্তারিত।
কীভাবে করবেন?আইওএস ১৮-তে দুটি উপায়ে অ্যাপ আইকনের চেহারা পাল্টাতে পারেন। প্রথমত, দিনের নির্দিষ্ট সময়, যেমন দিন বা রাতের ওপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে রং পরিবর্তন করা। এ ছাড়া, নিজের পছন্দের রং, শৈলী বা মেজাজের সঙ্গে মিল রেখে রঙিন টিন্ট যুক্ত করতে পারবেন।১. প্রথমে আইওএস ১৮’র এডিট মোডে যেতে হবে। স্ক্রিনের একটি খালি অংশে চেপে ধরে রাখুন যতক্ষণ না আইকনগুলো কাঁপতে থাকে।
২. স্ক্রিনের ওপরের বাম কোণা থেকে এডিট আইকনে চাপুন।৩. এডিট মেনু থেকে ‘কাস্টমাইজ’ অপশনটি বেছে নিন।৪. দিনের নির্দিষ্ট সময়ের ভিত্তিতে রং পরিবর্তন করতে চাইলে, ‘অটোমেটিক’ অপশনে চাপুন।৫. এখান থেকে ‘ডার্ক’ অথবা ‘লাইট’ অপশনও বেছে নিতে পারবেন। যাতে সবসময়ের জন্য রং হালকা অথবা গাঢ় থাকবে।৬. অটোমেটিক, ডার্ক, লাইট অপশন তিনটির পাশে ‘টিন্টেড’ অপশন পাবেন। রঙের টিন্ট সামঞ্জস্য করতে এ অপশনে চাপুন। দুটি স্লাইডার আসবে, একটি থেকে রং বেছে নিতে পারবেন অন্যটি থেকে সে রঙের তীব্রতাও বেছে নিতে পারবেন।৭. এ ছাড়া, স্ক্রিনে থাকা কোনো রঙের সঙ্গে মিল রেখে আইকনের রং বদলে নিতে চাইলে ‘আইড্রপার’ আইকনটি ব্যবহার করতে পারেন।এভাবে সহজেই নিজের আইফোন হোম স্ক্রিন নিজের মনের মতো রঙে সাজিয়ে নিতে পারেন।