কক্সবাজারের রামু উপজেলায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৬ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র্যাব।উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের বিজিবির মরিচ্যা যৌথ চেকপোস্ট থেকে তাদের আটক করা হয় বলে বিজিবি রামু ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান।
আটকরা হলেন-চট্টগ্রামের চাক্তাই ভাঙ্গাপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ আরিফ (৩২) ও কক্সবাজারের চকরিয়া উপজেলার ইলিশিয়া বাজার এলাকার নুরু মিয়ার ছেলে মো. ইসমাঈল হোসেন (৩০)।
ওয়াহিদুজ্জামান বলেন, “টেকনাফের দিক থেকে গাড়িতে করে মাদকের একটি চালান পাচারের খবরে বিজিবির সদস্যরা মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি জোরদার করে। এক পর্যায়ে সন্দেহজনক একটি ট্রাক সেখানে পৌঁছালে থামিয়ে তল্লাশি চালানো হয়।“পরে সেখান থেকে কৌশলে লুকিয়ে রাখা ৩৬ হাজার ৫০০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় চালকসহ দুইজনকে আটক করে র্যাব।”এ ঘটনায় রামু থানায় মামলা করা হয়েছে বলে বিজিবির এ কর্মকর্তা জানান।।