ঢাকে বাড়ি দেওয়ার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠানের সবচেয়ে বড় আনন্দ আয়োজন শারদীয় দূর্গোৎসব শুরু হয়েছে। ।ঢাকা মিরপুর ১৩ নং মন্দিরেও আজ থেকে জমজমাট ভাবে পূজার উৎসব শুরু হয়েছে।পূজার উৎসবের নিরাপত্তা জোরদার করার জন্য ছয় বাহিনীর ফোর্স মোতায়েন করা হয়েছে মন্দিরের আসে পাশে।মিরপুর কাফরুল থানার অফিসার্স ইনচার্জ কাজী গোলাম মোস্তফা বলেন,মন্দিরের নিরাপত্তার জন্য পুলিশ,রেব, আনসার,সেনাবাহিনী,পুলিশ গোয়েন্দা বিভাগ সহ মন্দির কমিটির ভলেন্টিয়ার সদস্যরাও কাজ করছে।তিনি আরো বলেন,আমাদের মিরপুর জোনের ডি۔সি স্যার এবং এ۔সি স্যার সহ আমি নিজেও সকাল-বিকাল মন্দিরের সার্বিক অবস্থা পরিদর্শনের জন্য যাচ্ছি এবং কোনো অনাখাঙ্খিত ঘটনা যাতে না ঘটে সেই ব্যাপারে বিশেষভাবে নজরদারি রাখছি।