টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার ভোরে উপজেলার যমুনা সেতু-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কের কষ্টাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম জানান।৪৫ বছর বয়সী সাইফুল ইসলাম উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কুকাদাইর গ্রামের মৃত বানীজ তালুকদারের ছেলে। তিনি ঢাকার আশুলিয়া এলাকায় বাসা ভাড়া নিয়ে স্বপরিবার নিয়ে থাকতেন।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, সাইফুল ইসলাম দেড় মাস আগে পরিবার নিয়ে আশুলিয়া চলে যান। সেখানে তিনি মাংস ব্যবসায়ীর (কসাই) কাজ করতেন।তবে ঢাকায় থাকলেও তিনি গরু কেনার জন্য প্রায়ই বাড়িতে আসতেন। স্থানীয় হাট থেকে গরু কিনে ঢাকায় নিয়ে যেতেন।ওসি রেজাউল আরও বলেন, বৃহস্পতিবার ভোরে স্থানীয় লোকজন রাস্তার পাশে সাইফুলের লাশ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশও পাঠানো হয়েছে।
ওসি বলেন, সুরতহালে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের রিপোর্ট পেলে ঘটনার রহস্য উদঘাটন করা যাবে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।