গতকাল (১৪ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২ ঘটিকার সময় ঢাকা পূর্ব শেওড়াপাড়া মনিপুর স্কুল এর কাছে চলমান একটি প্রাইভেট কার এর পিছনে একটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এসে সজোরে ধাক্কা দেয় এতে ঘটনা স্থলে মোটরসাইকেল চালক এবং এক আরোহী গুরুতর আহত হয়।প্রাইভেট কার এর পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হয় ব্যাপক ভাবে।
নিউজ ২৪ বিডি এর স্টাফ রিপোর্টার শামীম, কামরুল এবং নোমান (অ্যাডভোকেট) সহ তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরে সম্পাদক তৌহিদুল ইসলাম সেখানে উপস্থিত হয়। তারা ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাথে আলোচনা করে প্রাইভেট কার চালককে মোটরসাইকেল মালিকের কাছ থেকে দশ হাজার টাকা জরিমানা আদায় করে দেন এবং পরবর্তীতে মোটরসাইকেল ড্রাইভার তানজিম এবং তার আরোহীকে ঢাকা পঙ্গু হাসপাতাল এ নিয়ে গিয়ে ভর্তির ব্যবস্থা করেন।এখন পর্যন্ত এই ব্যাপারে কাফরুল থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।