দেশে ফিরেছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালেক। (১৩ অক্টোবর) দুপুরে শাহজালাল (রহ.) আর্ন্তজাতিক বিমানবন্দরে হাজারো নেতাকর্মী স্বাগত জানান থাকে। পরে সেখান থেকে মিছিল নিয়ে শেরেবাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক নেতাকর্মীদের নিয়ে জিয়ার মাজারে ফাতেহা পাঠ করেন। এসময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকা মহানগর বিএনপি এবং কাফরুল থানা বিএনপির পক্ষ থেকে এম এ মালেককে স্বাগত জানান ঢাকা মহানগর বিএনপির যুগ্ন আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মতি।তিনি বলেন,মালেক ভাইয়ের এই আগমনে বিএনপির শিকড় আরো শক্তিশালী হয়েছে। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি নিরপেক্ষ নির্বাচন আদায়ে সক্ষম হব এবং বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিএনপি কে নিয়ে আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সক্ষম হব।