বেনাপোল পোর্ট থানা পুলিশ কর্তৃক অভিযানে ৩০০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার ।যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ জিয়াউদ্দিন আহম্মেদ মহোদয়ের নির্দেশক্রমে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির সমুন্নত রাখা এবং মাদক ও চোরাচালান উদ্ধার করার লক্ষ্যে ইং-১৫/১০/২০২৪ তারিখ- ১২:৩০ ঘটিকা সময় বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর গ্রামস্থ জনৈক রাশেদ মাস্টারের বাড়ির উত্তর পার্শ্বে পুকুরের মধ্য হইতে অজ্ঞাতনামা ২/৩ জন আসামীদের রেখে যাওয়া ৩০০ বোতল ফেন্সিডিল, যাহার মোট মূল্য অনুমান-৬,০০,০০০/- টাকা উদ্ধার হয়। উক্ত বিষয়ে বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়।