সম্প্রতি ভাইরাল চাওয়ালি আনিকা আশরাফ জয়িতা ও রোমেল ইশতিয়াকে নিয়ে একটি অনবদ্য প্রেমের গল্প নির্মাণ করলেন পরিচালক এইচ এম কানন। অভিনেতা রোমেল ইশতিয়াক এর গল্প ও রচনায়, একটি মেঘহীম প্রডাকশন এর প্রযোজনায় গাজীপুরের গ্রামীণ লোকেশন ও শহরের পটভূমির উপর গল্পটি চিত্রায়িত হয়েছে। অভিনেত্রী আনিকা আশরাফ জয়িতা ও অভিনেতা রোমেল ইশতিয়াক ইতিমধ্যে জুটি বেঁধে কাজ করেছেন বেশ কিছু নাটকে। সামনে তাদের বেশ কিছু একক নাটকে দর্শক দেখতে পাবে। ভালোবাসার পেয়ালা নাটকটি নিয়ে বেস আশাবাদী এই নাটকের সকল কলাকৌশলি। পরিচালক এইচ এম কানন বলেন আমার পরিচালিত এই নাটকটি সকল শ্রেণির দর্শকদের কথা মাথায় রেখে নির্মাণ করা হয়েছে। অভিনেত্রী আনিকা আশরাফ জয়িতা ও অভিনেতা রোমেল ইশতিয়াক বলেন নাটকটি দেখে অনেকেই তাদের স্মৃতি হাতড়াতে চাইবে। নাটকের সংলাপ গুলি সকলের হৃদয় স্পর্শ করবে বলেও তিনারা মনে করেন। এই নাটকে চিত্রগ্রাহক ছিলেন হারুন হিরোন। নাটকটিতে রোমেল ইশতিয়াক ও আনিকা আশরাফ জয়িতার সাথে আরো যারা অভিনয় করেছেন তারা হলেন,আশা মজিদ রোজি, মুকুল জামিল, আতিক সহ আরো অনেকে। পরিচালক এইচ এম কানন বলেন সামনে রোমেল ইশতিয়াক ও আনিকা আশরাফ জয়িতা কে নিয়ে বেশ কিছু গল্প তৈরির প্লান চলছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেনো সুস্থ দর্শকদের জন্য ভালো কিছু মৌলিক গল্প নিয়ে উপস্থিত হতে পারি।