আন্দোলন পরবর্তী দীর্ঘদিন অকার্যকর অবস্থায় থাকার পর নতুন কমিটি দিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতি, যেখানে সভাপতি ও সম্পাদক হিসাবে দায়িত্ব পেয়েছেন যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী আল ইমরান এবং ৪৯ তম আবর্তনের শিক্ষার্থী ইফতে সাকিব তন্ময়।মোঙ্গলবার (২২ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে আরো আছেন সাংগঠনিক সম্পাদক হিসাবে আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ হিসাবে তাজমুল হোসেন, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক সাদিকা আফরিন, ক্রীড়া সম্পাদক তৌফিক খান অনিক, সাংস্কৃতিক সম্পাদক সাথী রায়, আইন বিষয়ক সম্পাদক তাহরিমা রহমান অনন্যা, ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক তামিম ইকবাল, গ্রন্থ ও প্রকাশনা ইয়াসমিন আরা পারুসহ অনেকে।সভাপতি আল ইমরান বলেন, বিগত বছরগুলোতে জাহাঙ্গীরনগরের বুকে মেধার স্বাক্ষর রেখে চলেছে যশোরের শিক্ষার্থীরা। যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি হিসেবে আমার উপর অর্পিত দায়িত্ব ন্যায় এবং সততার সাথে পালন করতে চাই। আশা করি যশোরের শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর এবং দেশের মুখউজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’সম্পাদক তন্ময় বলেন, যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যশোরিয়ান জাবিয়ানদের ভ্রাতৃত্বের প্রতীক। দীর্ঘ সময় ধরে এই ছাত্র কল্যাণ সমিতি সুনামের সাথে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, এছাড়াও বিভিন্ন সামাজিক ও আনন্দ পূর্ণ অনুষ্ঠান আয়োজন করে থাকে এই ছাত্র কল্যাণ সমিতি, উক্ত কমিটিতে আমি সাধারণ সম্পাদক পদে দ্বায়িত্ব পেয়েছি।আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতি কে যশোরিয়ানদের একটি ঐক্যবদ্ধ গতিশীল প্লাটফর্ম এবং সবার কাছে গ্ৰহনযোগ্য হিসাবে গড়ে তুলতে।উল্লেখ্য, এর আগে উক্ত কমিটিতে সভাপতি হিসাবে ছিলেন ৪৭ তম আবর্তনের আসিফ এবং একই ব্যাচের মেহেদী হাসান।