ইংলিশ সাইন্টিস্ট বাংলাদেশের অন্যতম ইংলিশ ভাষা শিক্ষার ইনিস্টিটিউট।এবিএম মাসুদ আল মামুন ইংলিশ সাইন্টিস্ট হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন।আজ ইনস্টিটিউট এর কালচারাল প্রোগ্রাম উদযাপিত হয়।মেধা তালিকার উপর ভিত্তি করে আজ ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিএনপির ঢাকা মহানগর উত্তর এর ১৪ নং ওয়ার্ড এর সাবেক ভাইস প্রেসিডেন্ট নুরুল ইসলাম লিটন।অনুষ্ঠানে পুরস্কার বিতরণের পাশাপাশি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য দেন।তিনি বলেন,ইংলিশ আমাদের আন্তর্জাতিক ভাষা ,আমাদের বাংলাদেশের সকল ক্ষেত্রে ইংলিশ ভাষার ব্যবহার হচ্ছে।আজকের ছাত্র ছাত্রীরা আমাদের জাতির ভবিষ্যত এবং এরাই এক সময় বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরবে।পুরস্কার বিতরণের পর ছাত্র ছাত্রীরা গান-গল্প ,কবিতা আবৃত্তি করে সারা দিন উৎসব মুখর ভাবে পালন করে।