বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। সম্প্রতি খবর ছড়িয়েছে যে, তারা নাকি একে অপরকে ডিভোর্স দিয়ে দিয়েছেন। যদিও এ বিষয়ে এখনো কোনো অফিসিয়াল বিবৃতি আসেনি, কিন্তু নেটিজেনদের মধ্যে তাদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে নানা গুজব ঘুরছে।অনেকে দাবি করছেন, তাদের দাম্পত্যে তৃতীয় ব্যক্তির আগমনের কারণেই দূরত্ব তৈরি হয়েছে। বিশেষ করে অভিনেত্রী নিমরত কৌরের নাম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিম ও কৌতুক ছড়ানো হচ্ছে। এই গুঞ্জনগুলো বচ্চন পরিবারের মধ্যে যে ফিসফাস শুরু হয়েছে, সেটি স্পষ্ট।তবে, অভিষেক এবং ঐশ্বরিয়া নিজেদের সম্পর্কের এই পরিস্থিতি নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তাদের অনুরাগীরা আশা করছেন, তারা খুব শিগগিরই এই গুজবগুলোর সত্যতা পরিষ্কার করবেন।‘দসভি’ ছবিতে অভিনয়ের সময় থেকে নাকি নিমরত কৌরের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় অভিষেকের। তার পরেই ধীরে ধীরে ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্কে চিড় ধরেছে। নিমরতের কারণেই নাকি বিয়ে ভাঙতে বসেছে অভিষেক-ঐশ্বরিয়ার। সামাজিকমাধ্যমজুড়ে এখন বচ্চন পরিবারকে নিয়ে ফিসফাস। নিমরতকে নিয়ে নানা ধরনের মিম ছড়িয়েছে। ক্রমাগত ঐশ্বরিয়ার সঙ্গে তার তুলনা টানা হচ্ছে। কয়েক মাস ধরেই এ জল্পনা চলছে। অবশেষে এই প্রসঙ্গে নীরবতা ভাঙলেন অভিনেত্রী নিমরত কৌর।এর আগে ২০২২ সালে ‘দসভি’ ছবিতে অভিষেকের সঙ্গে অভিনয় করেছিলেন নিমরত। সেই সময় অভিষেক ও ঐশ্বরিয়ার বিয়ের বয়স ১৫ বছর। এ কথা শুনে খানিক অবাক হয়েছিলেন নিমরত। অভিষেকের ১৫ বছরের সুখী দাম্পত্যের জন্য প্রশংসা করেছিলেন সাক্ষাৎকারের সঞ্চালকও।এ কথা শুনে অবাক হয়ে নিমরত বলেছিলেন— ‘১৫ বছর!’ অভিষেক বলেন, হ্যাঁ দীর্ঘ ১৫ বছর। ২০০৭ থেকে ২০২২। অবাক ভঙ্গিতেই নিমরত উত্তর দেন, ‘অসাধারণ।’পুরোনো সেই ভিডিও আচমকাই ছড়িয়ে পড়তে শুরু করে সামাজিকমাধ্যমে। অবশেষে মুখ খুললেন নিমরত। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি যা খুশি করি, লোকে কথা বলবেই। এসব গসিপ বন্ধ করা আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি আমার কাজে মনোনিবেশ করেছি।