আফ্রিকার জায়ান্ট শামুক নিয়ে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় চলছে যত আতঙ্ক। কেউ কেউ এই নিশাচর শামুককে দেখে হাতের স্পর্শ ছাড়াই করছে মেরে ফেলার চেষ্টা, কেউ কেউ রাতের আঁধারে টর্চ লাইটের আলোতে দেখে পথ পরিবর্তন করে যাচ্ছে অন্য পথে। খেয়ে সাবার করে দিচ্ছে শাক সবজির বাগান, তাই এটি একটি আতঙ্কের কারণ।অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন, আফ্রিকান জায়ান্ট শামুকের খারাপের চেয়ে ভালো গুণ অনেক বেশি। জীব-বৈচিত্র্য রক্ষার পাশাপাশি মূল্যবান এ শামুককে ঘিরে রয়েছে বিশাল বাণিজ্যিক সম্ভাবনা। তাই তারা সকলের কাছে আহ্বান জানিয়েছে এটিকে ধ্বংস না করার জন্য। আফ্রিকান এই জায়ান্ট শামুকটি অন্যান্য শামুকের তুলনায় অনেক সুন্দর এবং বড়। দিনের বেলায় সূর্যের আলোতে লুকিয়ে থাকা এই শামুকগুলি রাতের আঁধারে খাবারের সন্ধানে বেরিয়ে আসে। আফ্রিকান এই জাহান্ট শামুকের প্রধান খাদ্য হচ্ছে সবুজ শাক সবজি ও গাছের কোমল পাতা ও ডগা। আফ্রিকান এই জায়ান্ট শামুক বাণিজ্যিকভাবে চাষের মাধ্যমে বয়ে আনতে পারে তাদের ভাগ্যের আমুল পরিবর্তন। এই শামকের মাংসে রয়েছে খাদ্য পুষ্টি গুন। অন্যান্য দেশে এর মাংস প্রতি কেজি বিক্রয় করা হয় ২৫ থেকে ৩০ ডলার। এবং এর লালা দিয়ে তৈরি কৃত পাউডার এর বাজার মূল্য আকাশ ছোঁয়া। পৃথিবীর বিভিন্ন দেশে এক কেজি পাউডারের বাজার মূল্য ৫৫ হাজার ডলার পর্যন্ত। যা ১ কেজি সোনার মূল্যের চেয়েও বেশি। এইসব বিষয় বিবেচনা করে বলা যায় আফ্রিকান জায়ান্ট শামুক হতেও পারে বাণিজ্যিক সম্ভাবনা।কৃষক মোঃ সোহেল (৪৯) বলেন, এটি একটি ভয়ংকর শামুক। এটি আমাদের ফসল খেয়ে সাবার করে দিচ্ছে। এই শামুক আমাদের ঘরে বাইরে সব জায়গায় ঢুকে যাচ্ছে। আমি যেখানে যেভাবেই পারছি মারার চেষ্টা করছি। সাংবাদিককেও তিনি বলেন আপনারাও যেখানে পাবেন মেরে ফেলবেন, না হলে আমরা এখানে বসবাস করতে পারবো না। অন্য এক কৃষাণী এসমিন আক্তার, তার লাউ ক্ষেত নষ্ট করায়, বিভিন্ন কথা বলে বিরক্তি জানালেন এই শমুকের প্রতি। কিন্তু, প্রকৃতিপ্রেমিক (৪২) দিদারুল আলম রাসেল তিনি এই শামুক হাতে নিয়ে সাংবাদিককে দেখায়। এই শামুক স্পর্শ করলে বা এর লালাতে বিষ যুক্ত কোন কিছু নেই। তিনি দেখালেন একটি শামুকের প্রায় ১৪০ থেকে ১৫০ টি ডিম ও তার কিছু ছোট ছোট বাচ্চা। আফ্রিকার এই জায়েন্ট শামুক অন্যান্য জীব বা পোকামাকড়ের মতই গাছের নরম লতাপাতা খেয়ে বেঁচে থাকে। এই শামু কে নিয়ে গ্রামের মানুষ শুধুই গুজব ছড়াচ্ছে। এই গুজবে কেউ কান দিবেন না।