বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার মিছিলে রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার রিমান্ড আবেদন মঞ্জুর করেন।রিমান্ড শুনানির পর আদালতের বিচারক আমির হোসেন আমুরকে আগামী ৬ দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। এই হত্যাকাণ্ডের সঙ্গে আমির হোসেন আমুরের সম্পৃক্ততা নিয়ে পুলিশের তদন্ত চলমান রয়েছে।