পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ফরাজী (৪৮) অস্ত্রসহ আটক হয়েছেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোররাতে যৌথ বাহিনী উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের সুবিদখালীর তিন রাস্তার মোড় সংলগ্ন তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।গ্রেফতারকালে তার কাছ থেকে একটি অত্যাধুনিক ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। জাহাঙ্গীর ফরাজী আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর সুবিদখালী গ্রামের মো. মতলবে ফরাজীর ছেলে।মির্জাগঞ্জ সেনাক্যাম্পের ক্যাপ্টেন ও অভিযান পরিচালনাকারী কর্মকর্তা রিমান রাফিন নিশাত বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে তার বাসায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম হাওলাদার বলেন, মামলা করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।পুলিশ সুপার জাহিদ আনোয়ার জানান, আটক বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজী তার কাছে পাওয়া অস্ত্রের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।