ইসলামী ব্যাংকের শাখা সমুহের মধ্যে গ্রাহকদের আমানতে এখন শীর্ষে রয়েছে বাড্ডা শাখা । তবে এই শাখায়ও অতীতে হয়েছে অনিয়ম । এই অনিয়মকে নিয়মে আনতে বর্তমানে কর্মকর্তারা হিমশিম খাচ্ছে।
কুসুমকলি নামে একটি জুতার কারখানাকে নামকি ওয়াস্তে সম্পত্তি মর্গেজ রেখে দেয়া হয়েছে কোটি কোটি টাকা। এই প্রতিষ্ঠানের মালিক একজন নারী । এই সুন্দরী নারীর কথার ফাদে ব্যাংক থেকে নিয়েছে কোটি কোটি টাকা। দীর্ঘদিন থেকে তার কাছে পাওনা ৪ কোটি ৪ লাখ। একইভেবে আলফা গ্রুপের কাছে ৯ কোটি । এডভাঞ্চ গ্রুটের কাছে ২৯ কোটি। সামিটাইলস এর কাছে ৫ কোটি, বারাকা ফ্যাশনের কাছে ৫ কোটি ৭০ লাখ টাকা বকেয় রয়েছে।
এ বিষয়ে ব্যাংকের ম্যানেজার জানান, এটা আগের ঘটনা । আমরা টাকা আদয়ে চেষ্ঠা করছি ।