নাটোরে পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩৩ জন নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন। বিভিন্ন মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।গ্রেপ্তারকৃতদের মধ্যে নাটোর সদর উপজেলার হরিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ওসমান গনি ভূঁইয়াসহ ১৮ জন, বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সদস্য আব্দুল বারেক, নলডাঙ্গায় পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সায়েব আলীসহ দুইজন, বাগাতিপাড়ায় দুইজন, লালপুরে চারজন, গুরুদাসপুরে একজন ও সিংড়ায় পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা সেন্টুসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, গতকাল রাতে জেলায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের গণগ্রেপ্তার চালানো হয়েছে। সেখানে বয়োজ্যেষ্ঠ জেলা আওয়ামী লীগের উপদেষ্টাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। যারা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করে গেছেন এবং সামনে করবেন, তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে। আজকে স্বাধীনতা নেই, গণতন্ত্র নেই। আমি গণগ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন গণমাধ্যমকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষার্থে গতকাল রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে অধিকাংশ জনের নামেই মামলা রয়েছে।