ফিলিস্তিন ও লেবাননের পর এবার সিরিয়ায় হামলা জোরদার করেছে ইসরায়েল। দামেস্কের একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়ে অন্তত ১৫ জনকে হত্যা করা হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানিয়েছে, রাজধানী দামেস্কের মাজেহ পাড়া এবং গ্রামাঞ্চলের কুদসসায়া এলাকায় এ হামলা হয়।ইসরায়েলের বিমান হামলায় আঘাতপ্রাপ্ত আবাসিক ভবনে নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে সিরিয়ার কর্মকর্তারা। সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, এসব হামলার লক্ষ্য ছিল ইসলামিক জিহাদ গোষ্ঠীর সামরিক স্থাপনা ও সদরদপ্তর। ইসরায়েলও তাদের অবস্থান নিশ্চিত করে বলেছে, তারা ইসলামিক জিহাদের অস্ত্রভাণ্ডার ও সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে হামলা চালিয়েছে।ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা ফিলিস্তিনি ইসলামিক জিহাদ সশস্ত্র গোষ্ঠীর অন্তর্গত বেশ কয়েকটি ভবন এবং কমান্ড সেন্টার লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।ইসরায়েল কয়েক বছর ধরে সিরিয়ায় ইরান-সমর্থিত গোষ্ঠীর বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে।