রাজধানীর পল্লবীতে মর্মান্তিক এক ঘটনার জন্ম দিয়েছেন মো. আহাদ (৪০) নামের এক ব্যক্তি। তিনি নিজ দুই ছেলেকে গলা কেটে হত্যার পর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।শনিবার (১৬ নভেম্বর) এ ঘটনা ঘটে। পল্লবী থানার এসআই মাজেদুল জানিয়েছেন, নিহত দুই শিশুর বয়স আনুমানিক ৭ বছর ও ৩ বছর। তবে তাদের নাম এখনো জানা যায়নি।ঘটনার পর পুলিশ আহাদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। নিহত দুই শিশুর মরদেহও ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় আহাদের স্ত্রী বাসায় ছিলেন না; তিনি কাজে বাইরে ছিলেন। তবে কী কারণে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি।এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন পল্লবী থানার কর্মকর্তারা।