গাজীপুরের মহানগরের সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা এক মাসের বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের পোশাক ও সিরামিক কারখানায় প্রায় ৪১ হাজার শ্রমিক কাজ করেন। এর মধ্যে আরএমজি কারখানার শ্রমিকরা গত মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রায় এক সপ্তাহ ধরে সড়ক অবরোধ করে আসছেন।শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখেন। রাতে তারা সাময়িকভাবে অবরোধ তুলে নিলেও আজ রবিবার সকাল ৯টা থেকে পুনরায় সড়ক অবরোধ শুরু করেছেন।শ্রমিকরা বলছেন, বকেয়া বেতন পরিশোধের সুস্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা মহাসড়ক থেকে সরে দাঁড়াবেন না।এদিকে সড়ক অবরোধ করায় ওই রুট ব্যবহারকারী যাত্রী ও চালকেরা ভোগান্তিতে পড়েছেন। সড়কের উভয় পাশে তৈরি হয়েছে যানজট। উত্তরবঙ্গের যানবাহন বিকল্প গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ব্যবহার করে ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগ অব্যাহত রেখেছে।এ বিষয়ে কাশিমপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, বেক্সিমকো কারখানার শ্রমিকরা তাদের অক্টোবর মাসের বেতনের দাবিতে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অবরোধ করেছিলেন। রোববার সকাল ৯টা থেকে ফের তারা একই দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা কথা বলছেন।