অন্তর্বর্তী সরকারের ১০০তম দিন উপলক্ষে আজ রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, এই বিশেষ ভাষণে তিনি সরকারের এ পর্যন্ত অর্জিত সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলবেন। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বিটিভি ওয়ার্ল্ড চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।প্রসঙ্গত, ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট নিরসনে নানা উদ্যোগ গ্রহণ করেছে। জাতির উদ্দেশে এই ভাষণ সেই উদ্যোগগুলোর অগ্রগতি ও ভবিষ্যৎ দিকনির্দেশনা জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে।