রাজশাহী’র কাঁটাখালী, দামকুড়া ও চারঘাটের ভারতীয় সীমান্ত হতে ২২৮ বোতল ফেনসিডিল ও ৪৮০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট এবং বেলপুকুর চেকপোষ্ট হতে কম্বল ও প্রসাধনী সামগ্রী উদ্ধার করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সদস্যরা।রাজশাহী ১ বিজিবি’র অধিনায়ক গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান যে, আজ ২৮ নভেম্বর রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ শাহাপুর, চরমাজারদিয়া ও ইউসুফপুর বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে কাঁটাখালী, দামকুড়া ও চারঘাটের ভারতীয় সীমান্ত হতে ২২৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৪৮০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট এবং বেলপুকুর চেকপোষ্ট হতে ১০টি ভারতীয় কম্বল ও ৩২৮৯ পিস বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী উদ্ধার করে।উদ্ধারকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় এবং অন্যান্য মালামাল রাজশাহী শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।