পুলিশ ভেরিফিকেশন দ্রুত ও সহজ করতে চা খাওয়া বাবদ এক সেবাগ্রহীতা দেন ৩শ টাকা। ওই টাকাই কাল হলো। টাকা নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার জেরে পুলিশলাইন্সে ক্লোজ করা হয় ওই এসআইকে।নাটোর সদর থানার এসআই আমিনুলকে শনিবার (১৮ জানুয়ারি) রাতে ক্লোজ করা হয় নাটোর পুলিশলাইন্সে। সদর থানার ওসি মাহাবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক সেবাগ্রহীতার কাছ থেকে টাকা নিয়ে ড্রয়ারে রাখছেন এসআই আমিনুল। রুম থেকে বের হওয়ার পর ওই সেবাগ্রহীতা জানান, পুলিশ ভেরিফিকেশনের জন্য তিনি চা খেতে ৩শ টাকা দিয়েছেন। তাকে সাতদিনের মধ্যে কাজ হওয়ার আশ্বাস দেন ওই এসআই।এক প্রশ্নের জবাবে ওই সেবাগ্রহীতা জানান, এর আগেও তার বাড়িতে পুলিশ ভেরিফিকেশনে গেলে এক পুলিশকে তার এক হাজার টাকা দিতে হয়েছিল।সদর থানার ওসি মাহাবুর রহমান জানান, বিষয়টি দু:খজনক। ওই ঘটনা জানার পর ঊর্ধ্বতন মহল থেকে ওই এসআইকে পুলিশলাইন্সে ক্লোজ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এমন দাবিও করেন তিনি।এ বিষয়ে জানতে ফোন দেওয়া হলেও রিসিভ করেননি অভিযুক্ত এসআই।