‘বিয়ে আপনার, খরচ আমাদের’— এমন স্লোগানে বিনা খরচে বিয়ের আয়োজন করে রীতিমতো দেশজুড়ে সাড়া ফেলেছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। এরই মধ্যে প্রথম পর্বে চট্টগ্রামে নানা সুবিধাসহ বিয়ে সম্পন্ন হয়েছে ৮ দম্পতির। এবার শুরু হতে যাচ্ছে বিনা খরচের বিয়ের দ্বিতীয় পর্ব। যা আগামী ৮ ফেব্রুয়ারি রংপুর বিভাগে অনুষ্ঠিত হবে।শুধু তাই নয় বরং দেশের অন্য যেকোনো জেলা থেকে বিয়ের জন্য আগ্রহী দম্পতিদের রংপুর আসার জন্য এসি বাসের টিকিটের ব্যবস্থাও করা হচ্ছে।বুধবার (২২ জানুয়ারি) আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।তিনি বলেন, বিনা খরচে বিয়ের এই আয়োজনে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। প্রায় ৫৯৫ জন বিয়ের জন্য আবেদন করেছেন। তাদের মধ্যে যাচাই-বাছাই করে প্রথম পর্যায়ে ৮ দম্পতির বিয়ে সম্পন্ন হয়েছে। এবার দ্বিতীয় আয়োজন আমরা রংপুর বিভাগে করবো। সবকিছু ঠিক থাকলে আগামী ৮ ফেব্রুয়ারি এই আয়োজন করা হবে। এবারের আয়োজনে অংশ নিতে অনলাইনে রেজিস্ট্রেশন (https://ashfoundation.ngo/events/register/27/) করতে হবে। রেজিস্ট্রেশন করা যাবে ২৫ জানুয়ারি পর্যন্ত। আর বিয়ের জন্য নির্বাচিতদের জানিয়ে দেওয়া হবে ২৮ জানুয়ারি।তিনি আরও বলেন, আমাদের এই আয়োজনের শুরুতে অনলাইনে আবেদন নেওয়া হয়েছিল। তখন সারাদেশ থেকে ৫৯৫টি আবেদন জমা পড়ে। বিশেষ করে রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, গাইবান্ধা এবং সিলেটসহ উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের মানুষ এই উদ্যোগে বিশেষ আগ্রহ দেখিয়েছেন। তবে প্রথম আয়োজনটি যেহেতু চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে তাই দূরত্বের কারণে অনেকেই পারিবারিকভাবে অংশগ্রহণ করতে পারেননি। এবার রংপুর বিভাগে এই আয়োজন করা হবে। সেখানে আশপাশের বিভিন্ন জেলার মানুষজন অংশ নিতে পারবেন।এছাড়া আগের মতোই বিয়েতে ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বর-কনের জন্য বিয়ের পোশাক, কনের সাজসজ্জার সব সামগ্রী, রেজিস্ট্রি খরচ, প্রতি বর-কনের ১০০ জন অতিথির জন্য বিশেষ খাবারের আয়োজন, কমিউনিটি সেন্টার ভাড়া, প্রয়োজনে পরবর্তী কাউন্সেলিং সেবা এবং কক্সবাজার ফ্রি হানিমুন প্যাকেজের সুবিধা থাকবে বলেও জানান তিনি।এর আগে ১৮ জানুয়ারি চট্টগ্রামে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনা খরচের বিয়ের প্রথম পর্বের আয়োজন সম্পন্ন হয়েছে। বিয়েতে কিছু শর্ত তাদের মানতে হয়েছে। সেগুলো হল- কোনো ধরনের যৌতুক নেওয়া যাবে না। একই সঙ্গে অতিরিক্ত মোহরানা নেওয়া যাবে না। পাশাপাশি ধার্যকৃত মোহরানা নগদে পরিশোধও করতে হবে।