নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম কাজলকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার ফতুল্লা থানাধীন কোতোয়ালের বাগ মাদ্রাসা মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার কামরুল ইসলাম কাজল কোতোয়ালের বাগ এলাকার শফিকুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ও একাধিক মামলার পলাতক আসামি।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি অভিযানিক দল সোমবার রাতে কোতোয়ালের বাগ মাদ্রাসা মাঠে অভিযান চালায়। এসময় সেখান থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কামরুল ইসলাম কাজলকে।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, কামরুল ইসলাম কাজলের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর গুলি করে হত্যাসহ একাধিক অপরাধের মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।