কবি ও সাহিত্যিক মোঃ ওসমান গনি। জন্ম ১লা আগষ্ট সাতক্ষীরা জেলায় সম্ভ্রান্ত এক মুসলিম রক্ষণশীল পরিবারে। ছোটবেলায় দাদীর কাছে রাজা-রাক্ষসের ঘুমপাড়ানি গল্প শুনতে শুনতে লেখিয়ে হয়ে ওঠা।মূলতঃ শখের বশেই তাঁর সাহিত্য অঙ্গনে পদচারণ। লিখতে লিখতে তিনি এখন একাধারে কবি ও সাহিত্যিক, গল্পকার এবং নাট্যকার হিসাবে সাহিত্য অঙ্গনে সমাদৃত।

ইতিমধ্যে “জল জোছনা ও বঞ্চিতা” নামে পাঠক নন্দিত দুটি উপন্যাস এবং ” নষ্ট নারীর গল্প, সেই তোমার এই আমি এবং বিমূর্ত সন্ন্যাসী” নামের বহুল আলোচিত তিনটি কবিতার বই প্রকাশিত হয়েছে। এটি তার চতুর্থ কাব্যগ্রন্থ।তাছাড়া বিভিন্ন পত্র-পত্রিকা ও ম্যাগাজিনে তাঁর অসংখ্য গল্প ও কবিতা প্রকাশিত হয়েছে। পড়াশোনা ঃ বি. কম(সম্মান) এম. কম (ব্যবস্থাপনা বিভাগে ১০তম স্থান অধিকার করেন। পরবর্তীতে তিনি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং মার্কেটিং-এ ডাবল এমবিএ সম্পন্ন করে ট্রিপল মাস্টার্সের গৌরব অর্জন করেন।

এছাড়াও তিনি এন টি আর সি এ এবং জাইবিবি ডিগ্রি অর্জন করেন।কর্মজীবনে প্রথমে তিনি ঢাকাস্থ সনামধন্য একটি স্কুল এন্ড কলেজে বেশ কিছুদিন ব্যবস্থাপনা বিভাগে লেকচারার হিসাবে শিক্ষকতা করেন। পরবর্তীতে তিনি শিক্ষকতা ছেড়ে ব্যাংকিংকে পেশা হিসাবে গ্রহণ করেন।হাজারো ব্যস্ততা ছাড়িয়ে তিনি লোকচক্ষুর অন্তরালে একজন মানবিক সংগঠক হিসাবে সুপরিচিত।

বর্তমানে তিনি সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশের সম্মানিত উপদেষ্টা এবং ” সম্পূর্ণ অরাজনৈতিক এবং অলাভজনক সমাজ সেবমূলক প্রতিষ্ঠান ” মানবতার কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় ফাইন্যান্স সেক্রেটারি।

এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত।স্টল নং ৬৬৯, উচ্ছ্বাস প্রকাশনী। আগামী ১৩ তারিখ থেকে পাওয়া যাবে। আর উদ্বোধনের তারিখ এখনো ঠিক হয়নি।
