ঝিনাইদহ জেলার শৈলকূপার মির্জাপুর ইউনিয়নে রামচন্দ্রপুর এলাকায় চরমপন্থী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।এতে হানিফ (৫০) নামে এক শীর্ষ চরমপন্থী নেতাসহ তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে রামচন্দ্রপুর মাঠে এই গোলাগুলির ঘটনা ঘটে।
গুলির শব্দ থামার পরে স্থানীয়রা সেচ খালের পাশে গিয়ে গুলিবিদ্ধ ও জখম হওয়া লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে তিন জনের মৃতদেহ উদ্ধার করে।
নিহতদের মধ্যে হানিফ নামে এক শীর্ষ চরমপন্থী নেতার লাশ শনাক্ত করা হয়, অপরজন তারই সহযোগী লিটন বলে জানা যায়। তবে অন্য জনের পরিচয় তাৎক্ষণিক ভাবে জানা সম্ভব হয়নি।

এদিকে ঘটনার পর পরই হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারে বিভিন্ন ব্যক্তির কাছে ক্ষুদে ম্যসেজ দিয়ে জাসদ গণবাহিনী ঘটনার দায় দায়িত্ব স্বীকার করেছে।