বাবা-মাকে নিয়ে অশালীন মন্তব্য করে চরম বিপাকে ভারতের জনপ্রিয় ইউটিউবার রণবীর আল্লাবাদিয়া। ‘ইন্ডিয়াস গট টেলেন্ট’ শোতে বাবা-মায়ের যৌনতার ব্যাপারে অশালীন মন্তব্য করার পর তোপের মুখে পড়েন তিনি। ইউটিউবারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আদালতেও তিরষ্কার করা হয়েছে। এই বিতর্কের প্রভাব ব্যক্তিগত জীবনেও পড়েছে রণবীরের। প্রেমিকা নিক্কি শর্মার সঙ্গে সম্পর্ক ভাঙার গুঞ্জনও উঠেছে।এ ঘটনায় শুধু রণবীরই নয়, বিতর্কিত মন্তব্যের তদন্তে সমন পাঠানো হয়েছিল বলিউডের চর্চিত অভিনেত্রী রাখি সাওয়ান্তের কাছেও। তিনি সেই অনুষ্ঠানে হাজির ছিলেন। কিন্তু রাখি এই সমন প্রত্যাখ্যান করেন। পাল্টা নানা অনুযোগ রেখে ক্ষোভ উগরে দেন। তবে তদন্তে সব রকম সাহায্যের আশ্বাস মিলেছে রাখির পক্ষ থেকে। ২৭ তারিখে তাকে তার জবানবন্দি দিতে বলা হয়েছে।এক বার্তায় ভারতীয় সংবাদমাধ্যমকে রাখি বলেন, ‘যে সব ধর্ষণ মামলা পাঁচ থেকে ১০ বছর ধরে জমে রয়েছে সেগুলোর কথা ভাবুন। সেই মেয়েদের মা-বাবার মনের অবস্থাটা বুঝুন। দোষীদের শাস্তি দিন। আমরা কোনো অন্যায় করিনি।’রাখি আরো বলেন, ‘এখন আমি দুবাইয়ে থাকি। হাতে কাজও নেই। টাকা পয়সা খরচ করার সামর্থ্যও নেই। যদি আমাকে ভিডিও কল করেন তাহলে আমি সবটা বলে দেব। আমি একজন আর্টিস্ট। টাকা দিয়ে আমাকে শোতে নিয়ে গেছে, সাক্ষাৎকার দিয়েছি- ব্যাস। আমি তো কোনও অশ্লীল মন্তব্য করিনি। সমন পাঠিয়ে কোনো লাভই হবে না। এক পয়সাও দিতে পারব না; আমি ভিখারি।’পর্দায় কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই সর্বাধিক আলোচিত রাখি সাওয়ান্ত। সম্প্রতি নতুন করে বিয়ের খবরে শিরোনামে আসেন এ অভিনেত্রী। জানা গেছে, পাকিস্তানি এক পুলিশ কর্মকর্তাকে বিয়ে করতে যাচ্ছেন রাখি।