আজ রবিবার, ঢাকা মহানগর উত্তরের অর্ন্তভুক্ত শেরেবাংলা নগর থানা বিএনপি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি কর্মীসভা ও রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে কর্মশালার আয়োজন করে। সেখানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক আমিনুল হক। তিনি বলেন বিগত দিনে আওয়ামী লীগ সরকার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে এই দেশে একটি লোটের রাজত্ব কায়েম করেছিল। সরকারি সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করে ধ্বংস করে দিয়েছিল। ৫ ই আগস্টের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে ঠিকই, কিন্তু স্বৈরাচারে এখনো এদেশে রয়েগেছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আমাদের সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি আরো বলেন, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপি সরকার গঠন করে দেশের সাধারণ মানুষের আঁকা আকাঙ্ক্ষা পূরণ করবে। দেশের সকল মিডিয়াগুলো স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবে। এই কর্মী সভায় শত শত নেতাকর্মী নিয়ে উপস্থিত হন ঢাকা মহানগর উত্তরের কাফরুল থানার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সুমন হোসেন।