মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাঙমা পশ্চিমবঙ্গ এবং ভারতের অন্যান্য অঞ্চলের সঙ্গে ভৌগলিক দূরত্ব হ্রাস করার জন্য বাংলাদেশের ভেতর দিয়ে একটি করিডোর নির্মাণের প্রস্তাব দিয়েছেন। শুক্রবার (৭ মার্চ) শিলংয়ে নিজ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই প্রস্তাব জানান।প্রস্তাবিত করিডোরটি প্রায় ১০০ কিলোমিটার বা তার চেয়ে দীর্ঘ হবে এবং এটি মেঘালয়ের মহেন্দ্রগঞ্জ শহরকে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি বন্দরের সঙ্গে যুক্ত করবে। মহেন্দ্রগঞ্জ এবং হিলি শহর উভয়েরই বাংলাদেশের সঙ্গে সীমান্ত রয়েছে।এই করিডোরটি নির্মিত হলে মেঘালয়ের মহেন্দ্রগঞ্জ ছাড়াও তুরা, বাঘমারা, ডালু এবং ডাউকি শহরগুলোও পশ্চিমবঙ্গের সঙ্গে সংযুক্ত হবে বলে কনরাড সাঙমা জানিয়েছেন।মুখ্যমন্ত্রী বলেন, “যদি বাংলাদেশের মধ্যে দিয়ে হিলি এবং মহেন্দ্রগঞ্জের মধ্যে একটি সংযোগ করিডর নির্মাণ করা হয়, তাহলে মেঘালয়, আসামের বরাক উপত্যকা এবং ত্রিপুরার সঙ্গে কলকাতার দূরত্ব ৬০০ থেকে ৭০০ কিলোমিটার কমে যাবে।”এটি হবে একটি বিকল্প অর্থনৈতিক করিডর। তবে কবে নাগাদ এটি হতে পারে, তা বলা একটু কঠিন। কারণ এর সঙ্গে বাংলাদেশের সরকারও যুক্ত। বাংলাদেশের সরকার পরিবর্তনের আগে এ ইস্যুতে ঢাকার সঙ্গে মন্ত্রী পর্যায়ে বৈঠক করেছিল নয়াদিল্লি। আমরা এ ইস্যুটি পুনরুজ্জীবিত করতে চেষ্টা চালিয়ে যাব।