নড়াইলের লোহাগড়ায় ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি’র) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭মার্চ) বিকেল সাড়ে ৫টায় এনপিপি উপজেলা শাখা ও পৌর শাখার উদ্যোগে সি এন্ড বি চৌরাস্তা মোড়ে এনপিপির দলীয় কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।ইফতার-পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ন্যাশনাল পিপলস্ পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ড.ফরিদুজ্জামান ফরহাদ।এ সময় উপস্থিত ছিলেন, এনপিপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী শওকত আলী,এনপিপি নড়াইল জেলা সভাপতি শরীফ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, নড়াইল সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বেলাল আহম্মদ, লোহাগড়া উপজেলা শাখার সভাপতি হাফিজুর রহমান,সিনিয়ার সহ-সভাপতি মোল্যা বদিয়ার রহমানসহ প্রমুখ। পরে দোয়া মাহফিল পরিচালনা করেন বদরুল আলম। ইফতার মাহফিলে এনপিপির লোহাগড়া পৌর ও উপজেলা শাখার নেতারা উপস্থিত ছিলেন।