রাজধানীর বাড্ডায় বাসায় ফেরার পথে ‘কিশোর গ্যাংয়ের’ ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।গতকাল বুধবার রাত ১০টার দিকে কবরস্থান রোড খেলার মাঠ এলাকায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম মো. তানভির (২২)। সে একটি ফ্রিজের দোকানে কাজ করতেন। তানভীর মুন্সিগঞ্জ সদরের তুরকি এলাকার মো. সাহাদুল্লাহর ছেলে। বর্তমানে মধ্য বাড্ডার কবরস্থান রোড এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।নিহতের মা তানিয়া বেগম বলেন, ‘আমার ছেলে একটি ফ্রিজের দোকানের কর্মচারী ছিল। গতকাল ১০টার দিকে দোকানের কাজ শেষে মধ্য বাড্ডা কবরস্থান এলাকা দিয়ে পায়ে হেঁটে বাসায় ফিরছিল। এ সময় কিশোর গ্যাংয়ের ৩-৪ জন আমার ছেলেকে ছুরিকাঘাতে গুরুতর আহত করে। তার কাছে থাকা একটি মোবাইল ফোন ও নগদ বারো হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে আমার ছেলে মারা যায়।’ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’