সাভারে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ আজ এক উৎসবমুখর পরিবেশে শুরু হলো বহুল প্রতীক্ষিত ক্রিকেট টুর্নামেন্ট “নিটার প্রিমিয়ার লীগ (এনপিএল) ২০২৫”।সোমবার (২১ এপ্রিল) বিকেল ৪:০০টায় নিটার ক্যাফেটেরিয়া মাঠে এই ক্রিকেট উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি নিটারের পরিচালক অধ্যাপক ড. আশেকুল আলম রানা।উদ্বোধনের পর বিকেল ৪:১৫টায় অনুষ্ঠিত হয় প্রতিযোগী দলগুলোর পরিচিতি ও উন্মোচন অনুষ্ঠান। প্রতিটি দলের খেলোয়াড়রা নিজেদের পরিচয় দেন ভিন্নধর্মী ও সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে, যা দর্শকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও উত্তেজনা ছড়িয়ে দেয়।বিকেল ৪:৩০টায় শুরু হয় অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় অংশ—উদ্বোধনী ফ্ল্যাশমব। নিটারের ছাত্রছাত্রীদের পরিবেশনায় এই ফ্ল্যাশমবটি ছিল নজরকাড়া, প্রাণবন্ত এবং পেশাদারিত্বে ভরপুর। মুহূর্তেই এটি দর্শকদের মন জয় করে নেয় এবং পুরো মাঠে সৃষ্টি হয় প্রাণচাঞ্চল্য।সরেজমিনে দেখা যায়, বিকেল ৫:০০টায় অনুষ্ঠিত হয় এনপিএল ২০২৫-এর উদ্বোধনী ম্যাচ। ম্যাচটি ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রোমাঞ্চে ভরপুর, যা নিটারের ক্রীড়ামোদীদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে।আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই টুর্নামেন্টের মাধ্যমে নিটারের ক্রীড়াচর্চায় নতুন উদ্দীপনার সৃষ্টি হবে এবং শিক্ষার্থীদের মাঝে দলগত কাজের অভ্যাস, নেতৃত্বের গুণাবলি ও খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়বে।নিটার প্রিমিয়ার লীগ ২০২৫ নিঃসন্দেহে নিটারের ক্রীড়া সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করেছে। দর্শক, খেলোয়াড় ও আয়োজকদের সক্রিয় অংশগ্রহণে এবারের আয়োজন স্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।