পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। গত মঙ্গলবার (১০ জুন) থেকে শুরু হয়েছে তাদের ফিরতি ফ্লাইট, যা চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।আজ সকালে একটি ফ্লাইটে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক দেশে পৌঁছেছে। সেই সময় তাকে অভ্যর্থনা জানান বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।