জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বাংলাদেশ সেদিনই ঘুরে দাঁড়াবে, যেদিন এ দেশ থেকে সমূলে আওয়ামী লীগ নির্মূল হবে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় রাজবাড়ী শহরের এক নম্বর রেলগেট এলাকায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।হাসনাত আবদুল্লাহ বলেন, আপনারা দেখেছেন আমরা গত ১১ মাস ধরে যে মিডিয়ার বিরুদ্ধে ফাইট করে যাচ্ছি। তারা বারবার বলছে আওয়ামী লীগকে নাকি সুযোগ দেওয়া উচিত, রিফাইন আওয়ামী লীগকে সুযোগ দেওয়া উচিত। আওয়ামী লীগ কি হয়ে ফিরে আসবে, গোপালগঞ্জে গতকাল সেটার একটা টেস্ট ম্যাচ হয়েছে।তিনি আরও বলেন, মুজিবের বুকের মাটির ওপরে দাঁড়িয়ে আমরা আমরা গতকাল স্লোগান দিয়েছি মুজিববাদ, মুর্দাবাদ। তারা মনে করেছিল নাহিদ, সারজিস, আখতার, হাসনাত, নাসির মনে হয় একটি নাম। তারা মনে করেছিল এই পাঁচজনকে হত্যা করলেই নতুন বাংলাদেশের লড়াই হয়তো থেমে যাবে।জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের এই মুখ্য সংগঠক বলেন, এই ৫৬ হাজার বর্গমাইলে আবু সাঈদের মৃত্যুর পর প্রত্যেকটা মানুষ আবার আবু সাঈদ হয়ে উঠেছিল। আমাদের মৃত্যুর পর প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বিপ্লবী সন্তান যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে, তারা কেউ না কেউ আবার নাহিদ হয়ে উঠে আসবে।পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও কেন্দ্রীয় সদস্য সাইয়েদ জামিল বক্তব্য দেন। এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন প্রমুখ উপস্থিত ছিলেন।