বিগত ১৭ বছর স্বৈরাচার হাসিনার আতঙ্ক..
মীরজা পরিবারের আস্থাভাজন খিলগাঁও থানার যুবদল নেতা রাজীবরা পাননি কোন প্রকার রাষ্ট্রীয় সুবিধা জুলাই যুদ্ধের নাম করে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করছে সমন্বয়করা,,১৭ বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে ধুকে ধুকে মরছে প্রকৃত যোদ্ধারা খবর নিয়ে দেখা যায় মান্থলি ২০ হাজার টাকা জুলাইকা আহত যোদ্ধাদের ট্রিটমেন্টের খরচ বাবদ অনুদান রাষ্ট্র থেকে দেওয়া হলেও পাননি প্রকৃত যোদ্ধা শীঘ্রই রাষ্ট্র প্রকৃত যোদ্ধাদের প্রতি আন্তরিক হবে….!!