প্রেস বিজ্ঞপ্তিবিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ছাত্র-শ্রমিক-জনতার পরিবারের সম্মানে ঢাকা জেলা বিএনপি’র উদ্যোগে আগামীকাল ৩০ জুলাই ২০২৫ বুধবার বেলা ৩-০০ টায় দারুল ইহসান মাদ্রাসা, গণকবাড়ি, শ্রীপুর, আশুলিয়া, সাভার, ঢাকায় (‘নারকীয় জুলাই’ আশুলিয়া থানা সংলগ্ন লাশ পোড়ানোর স্থানে) জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী উপস্থিত থাকবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।জনসভায় সভাপতিত্ব করবেন ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খন্দকার আবু আশফাক এবং পরিচালনায় থাকবেন ঢাকা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।সাধারণ জনগণ সহ বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে যথাসময়ে জনসভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।