পৃথিবীতে কোটি কোটি মানুষের কাছে অসাধারণ আইডিয়া ও পরিকল্পনা থাকলেও, বেশিরভাগ মানুষ তা শুরুই করতে পারে না।
আবার কেউ কেউ শুরু করলেও, মাঝপথে গন্তব্য দেখতে না পেরে হাল ছেড়ে দেয়।
সফলতা আসে তাদের কাছেই —
যারা সাহস করে শুরু করে,
আর সমস্ত বাধা পেরিয়ে শেষ অবধি টিকে থাকে।
শুরু করাটাই প্রথম বিজয়,
আর শেষ না করা মানেই স্বপ্নকে হত্যা করা।
সুতরাং শুরু করুন, দৃঢ় থাকুন, গন্তব্য আপনারই হবে।
আপনারভবিষ্যৎনির্মাণকরুন বিবেক এরসাথে