স্বৈরাচারী হাসিনা সরকারকে হটাতে ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে দেশের মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সুসংগঠিত হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির মাগুরা-২ আসনের মনোনয়নপ্রত্যাশী ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।রোববার (৩ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক আলোচনায় নয়ন বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে তারেক রহমান হাসিনা হটাও আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন। সেই আন্দোলনেরই ফল ছিল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান। দেশের মানুষ ফ্যাসিবাদী আওয়ামী লীগের শাসন থেকে মুক্তির পথ খুঁজে পেয়েছে।”তিনি আরও বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থানকে তারেক রহমান সাধারণ মানুষের জন্য উৎসর্গ করেছেন। যদি কেউ এই আন্দোলনের নামে চাঁদাবাজি বা লুটপাট করতে চায়, আমরা তা প্রতিহত করব।”নিজের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে নয়ন বলেন, “আমি বিএনপি করি-এটা আলাদা করে বলার কিছু নেই। মানুষের বিপদে-আপদে পাশে থাকার চেষ্টা করি। ঢাকায় কেউ অসুস্থ হলে যেন ভাবে—নয়ন আছে, কেউ কষ্টে থাকলে যেন নয়নের কথা মনে পড়ে—এই ভাবনা থেকেই কাজ করে যাচ্ছি।”মাগুরার সন্তান রবিউল ইসলাম নয়ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন। তিনি জানান, “এটা আমার এলাকার মানুষের স্বপ্ন। সুখ-দুঃখে সব সময় তাদের পাশে ছিলাম। তারা আমাকে হৃদয় থেকে ভালোবাসে।”এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নয়ন বলেন, “আমার মাগুরাবাসী ও মাগুরা-২ আসনের প্রতিটি পরিবারের কাছে আমি কৃতজ্ঞ। তারা আমাকে যেমন ভালোবাসেন, তেমনি রাজনৈতিকভাবে সহযোগিতাও করেন। দল যদি মনোনয়নের আগে মাঠপর্যায়ের খবর নেয়, তাহলে ইনশাল্লাহ আমি আলোচনায় এগিয়ে থাকব।”