গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর জাতীয় পার্টির কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছেন।শুক্রবার (১৫ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্ত মঞ্চে আয়োজিত গণসমাবেশে বলেন, ফ্যাসিবাদ নিষিদ্ধ হলেও তার দোসরদের প্রভাব এখনও চোখে পড়ে। গত ১৬ বছর আওয়ামী লীগের ফ্যাসিবাদ টিকিয়ে রেখেছিল ১৪ দলের শরীকরা, যার মধ্যে জাতীয় পার্টিও ছিল। তাই জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করা উচিত।নুর আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে শুধু জাতীয় পার্টি নয়, আওয়ামী লীগের সহযোগী অন্য দলগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণের বিষয়ে সরকারকে পদক্ষেপ নিতে হবে।সমাবেশে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, জেলা সভাপতি আশরাফুল হাসান তপু, কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ফারুক হাসানসহ কেন্দ্রীয় ও জেলা নেতারা।