শ্রেণিকক্ষে চলছে পর্নোগ্রাফি! বসে দেখছে ডজনখানেক শিক্ষার্থী। চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনার ভিডিও ফাঁস হওয়ার পর তুলকালাম নেট দুনিয়া। এ ঘটনায় উদ্বিগ্ন অভিভাবক; ক্ষুব্ধ স্থানীয়রা। তাদের দাবির মুখে এ ঘটনা এরইমধ্যে তদন্ত টিম গঠন করেছে শিক্ষা অধিদপ্তর। খোঁজা হচ্ছে, কে বা কারা ঘটলো এ নেক্কারজনক ঘটনা? উদ্দেশ্যেই বা ছিল কী?তদন্ত সংশ্লিষ্টরা জানান, স্কুলের যে শ্রেণিকক্ষে নীল ছবি দেখানো হচ্ছিল, সে ক্লাসে উপস্থিত ছিল ১৩ জন শিক্ষার্থী। তাদেরই একজন ঘটনাটি ক্যামরাবন্দি করে। পরে সেই ভিডিওই ফাঁস হয়েছে। এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষের চরম দায়িত্বহীনতারও প্রমাণ পেয়েছে তারা।যদিও ওই স্কুলের বর্তমান অধ্যক্ষের দাবি, ঘটনাটি প্রায় ৬-৮ মাস আগে ঘটেছিল। তখনও তিনি স্কুলের দায়িত্বভার নেননি। সম্প্রতি সেই ঘটনার ভিডিও এক ব্যক্তি হাতে পেয়েছিলেন। ৫০ হাজার টাকা না দিলে ওই ভিডিও অনলাইনে ছেড়ে দেবেন বলে নাকি স্কুল কর্তৃপক্ষকে হুমকিও দিয়েছিলেন তিনি। কিন্তু স্কুল কর্তৃপক্ষ টাকা দিতে রাজি না হওয়ায় তিনি ওই ভিডিও অনলাইনে আপলোড করে দেন। যদিও তার এ দাবি কতটা সঠিক এর কোনো প্রমাণ এখনও পায়নি তদন্তকারীরা।তদন্তে সংশ্লিষ্ট একটি সূত্র জানান, এ ঘটনার রহস্য ভেদ করার মত বেশকিছু ক্লু পেয়েছে তারা। শিগগিরিই বেরিয়ে আসবে আসল সত্য। জানা যাবে শ্রেণিকক্ষে ভিডিওটি কী ভাবে চালানো হয়েছিল। তবে তদন্তের স্বার্থে তারা এ ব্যাপারে এখনই কিছু জানাবে না। আগামী সোমবারের মধ্যে এ তদন্তের রিপোর্ট জেলা শিক্ষা দফতরে জমা দেওয়ার কথা রয়েছে। নেক্কারজনক এ ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের রাজগড়ের একটি স্কুলে।১৬ আগস্ট, ২০২৫lastnewsbdপ্রশাসনEnglish Highlightsচট্রগ্রাম নিউজফটো গ্যালারিগনমাধ্যমঅর্থনীতিজাতীয়রাজনীতিমতামতআইন-আদালতস্বাস্থ্যতথ্যপ্রযুক্তিবিনোদনচাকরি খবরলাইফস্টাইলজেলার খবরআন্তর্জাতিকখেলারাজধানীশিক্ষাপ্রবাসধর্মশিক্ষার্থীদের ক্লাসরুমে নীল ছবি দেখানোর ভিডিও ফাঁস, চারদিকে তুলকালামপ্রকাশিত: ১০:৩৮:০০ পূর্বাহ্ণ, ১৬ আগস্ট, ২০২৫imgসংগৃহীত ছবিলাস্টনিউজবিডি ১৬ আগস্ট: শ্রেণিকক্ষে চলছে পর্নোগ্রাফি! বসে দেখছে ডজনখানেক শিক্ষার্থী। চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনার ভিডিও ফাঁস হওয়ার পর তুলকালাম নেট দুনিয়া। এ ঘটনায় উদ্বিগ্ন অভিভাবক; ক্ষুব্ধ স্থানীয়রা। তাদের দাবির মুখে এ ঘটনা এরইমধ্যে তদন্ত টিম গঠন করেছে শিক্ষা অধিদপ্তর। খোঁজা হচ্ছে, কে বা কারা ঘটলো এ নেক্কারজনক ঘটনা? উদ্দেশ্যেই বা ছিল কী?তদন্ত সংশ্লিষ্টরা জানান, স্কুলের যে শ্রেণিকক্ষে নীল ছবি দেখানো হচ্ছিল, সে ক্লাসে উপস্থিত ছিল ১৩ জন শিক্ষার্থী। তাদেরই একজন ঘটনাটি ক্যামরাবন্দি করে। পরে সেই ভিডিওই ফাঁস হয়েছে। এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষের চরম দায়িত্বহীনতারও প্রমাণ পেয়েছে তারা।যদিও ওই স্কুলের বর্তমান অধ্যক্ষের দাবি, ঘটনাটি প্রায় ৬-৮ মাস আগে ঘটেছিল। তখনও তিনি স্কুলের দায়িত্বভার নেননি। সম্প্রতি সেই ঘটনার ভিডিও এক ব্যক্তি হাতে পেয়েছিলেন। ৫০ হাজার টাকা না দিলে ওই ভিডিও অনলাইনে ছেড়ে দেবেন বলে নাকি স্কুল কর্তৃপক্ষকে হুমকিও দিয়েছিলেন তিনি। কিন্তু স্কুল কর্তৃপক্ষ টাকা দিতে রাজি না হওয়ায় তিনি ওই ভিডিও অনলাইনে আপলোড করে দেন। যদিও তার এ দাবি কতটা সঠিক এর কোনো প্রমাণ এখনও পায়নি তদন্তকারীরা।তদন্তে সংশ্লিষ্ট একটি সূত্র জানান, এ ঘটনার রহস্য ভেদ করার মত বেশকিছু ক্লু পেয়েছে তারা। শিগগিরিই বেরিয়ে আসবে আসল সত্য। জানা যাবে শ্রেণিকক্ষে ভিডিওটি কী ভাবে চালানো হয়েছিল। তবে তদন্তের স্বার্থে তারা এ ব্যাপারে এখনই কিছু জানাবে না। আগামী সোমবারের মধ্যে এ তদন্তের রিপোর্ট জেলা শিক্ষা দফতরে জমা দেওয়ার কথা রয়েছে। নেক্কারজনক এ ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের রাজগড়ের একটি স্কুলে।