বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার কুশপুত্তলিকা দাহ করেছে। রোববার (২৪ আগস্ট) এ প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়।ফজলুর রহমান সম্প্রতি এক টক শোতে জুলাই শহীদ ও আহতদের নিয়ে বিভ্রান্তিকর ও অপমানজনক মন্তব্য করেছিলেন। এই বক্তব্যের মাধ্যমে তিনি ফ্যাসিবাদবিরোধী শক্তির সম্পূর্ণ বিপক্ষে অবস্থান নিয়েছেন।এর আগে তার দল বিএনপি তাকে শোকজ করে কারণ দর্শানোর চিঠি পাঠিয়েছিল। চিঠিতে উল্লেখ করা হয়, “আপনি জুলাই-আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর মন্তব্য করেছেন। আত্মদানকারী শহীদদের নিয়ে আপনার বক্তব্য দলের আদর্শ ও গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। এতে জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং দলের সুনাম ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি আপনার বক্তব্য জনগণের ধর্মীয় অনুভূতিতেও আঘাত দিয়েছে।”চিঠিতে আরও বলা হয়, “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বিএনপির ৪শোর বেশি নেতাকর্মীসহ প্রায় দেড় হাজার মানুষ শহীদ হয়েছেন এবং ৩০ হাজারের বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনে ছাত্র-জনতার ভূমিকা আপনি ক্রমাগত অপমান করেছেন। তাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।”