কারাগারের ভেতরে এখনো বন্দিদের হাতে অবৈধ মোবাইল ফোন রয়েছে বলে স্বীকার করেছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। তিনি জানান, অনেক সময় বন্দিরা তাকেও ফোন দেন প্রতিদ্বন্দ্বীদের ধরিয়ে দেওয়ার জন্য।মঙ্গলবার (২৬ আগস্ট) কারা সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক হাজারের বেশি অভিযান চালিয়ে বিপুলসংখ্যক মোবাইল উদ্ধার করা হয়েছে। তবে একেবারে বন্ধ করা সম্ভব হয়নি।মাদক নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপের বিষয়ে তিনি জানান, ইয়াবা পাচার ঠেকাতে মাদক মামলার বন্দিদের বিশেষ সেলে রাখা হয়। এ ছাড়া মাদক ব্যবসায় জড়িত কয়েকজন কারারক্ষীকে চাকরিচ্যুত করে ফৌজদারি মামলাও করা হয়েছে।গত এক বছরে কেরানীগঞ্জ কারাগার থেকে প্রায় ৮০ লাখ টাকা উদ্ধার হয়েছে। পাশাপাশি ঢাকা ও কাশিমপুর কারাগারে বন্দিদের জন্য বাইরে থেকে রান্না করা খাবার আনা সম্পূর্ণ বন্ধ করা হয়েছে বলে জানান আইজি প্রিজন।