বাংলাদেশের সুপারব্র্যান্ড ও শীর্ষস্থানীয় টেক জায়ান্ট ওয়ালটন লিফট পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান খানকে নিয়োগ দিয়েছে।
সম্প্রতি রাজধানীর ওয়ালটনের করপোরেট অফিসে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ওয়ালটন লিফটের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভি, ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন লিফটের চিফ বিজনেস অফিসার জেনান-উল ইসলামসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তারা বলেন, ওয়ালটন লিফট দেশে-বিদেশে মানসম্মত ও অত্যাধুনিক প্রযুক্তির লিফট সরবরাহ করছে। তাহসান খানের যোগদান ব্র্যান্ডটিকে তরুণ প্রজন্মের কাছে আরও গ্রহণযোগ্য ও জনপ্রিয় করে তুলবে।