ছাত্রলীগই ছাত্রদল,নাকি ছাত্রদলই ছাত্রলীগ?
ছবিতে শাহরিয়ার হাসান ফাহিম (যুগ্ন সাধারণ সম্পাদক – ইস্ট ওয়েষ্ট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ) জুলাই আন্দোলন চলাকালীন অবস্থায় তার ছাত্রলীগের প্ল্যাটফর্ম সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আন্ডারে রামপুরা ব্রীজ সংলগ্ন এলাকাতে তার স্বৈরাচারের দোসরদের সাথে নিয়ে আন্দোলনকালীন ছাত্রদের উপরে লাঠিচার্জ ও ইটপাটক্ষেল নিক্ষেপ করে তাদের গুরুতর আঘাত করে। শুধু তাই নয় ইস্ট ওয়েষ্ট বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচী তার ছাত্রলীগের উপরের মহলের নেতারদেরকে সরবরাহ করে দিতে সাহায্য করে। তারই ধারাবাহিকতায় তার পাশের ছেলেটি শাকিক আরেফিন (সাবেক সদস্য ৩৭ নং ওয়ার্ড ছাত্রলীগ, বাড্ডা থানা ও ইস্ট ওয়েস্ট ছাত্রলীগ বর্তমানে সে ইস্ট ওয়েষ্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সক্রিয় কর্মী হিসাবে পরিচিত) শাহরিয়ার হাসান ফাহিমকে আন্দোলন চলাকালীন সময়ে সকল তথ্য সংগ্রহ করে দিত। তথ্যসূত্রে জানা যায় এই দুইজনের সাথে এখনও স্বৈরাচারের দোসরদের সাথে যোগাযোগ আছে। আমি আইন শৃঙ্খলা বাহিনীদের আহবান জানব এইসব স্বৈরাচারের দোসরদ যারা গুপ্তভাবে এখনও নাশকতা চালাচ্ছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা উচিত। ইতিমধ্যে প্রশাসনকে এই বিষয়গুলো নিয়ে অবগত জানানো হয়েছে।
দুজনের নাম –
১. শাহরিয়ার হাসান ফাহিম
ঠিকানা : আফতাবনগর
Mobile no : +880 1632-388999
২. শাকিক আরেফিন
ঠিকানা : আফতাবনগর, ইস্ট ওয়েষ্ট বিশ্ববিদ্যালয়ের পিছনের টং
Mobile no : +880 1716-903041




