জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের কাফরুল থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আব্বাস উদ্দিন আক্তারের পদ স্থগিত করা হয়েছে। যুবদল ঢাকা মহানগর উত্তরের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মো. তানভীর আহমেদ খান ইকরাম স্বাক্ষরিত এক চিঠিতে পদ স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে।চিঠিতে বলা হয়েছে, লিখিত ও মৌখিকভাবে বারবার সতর্ক করার পরও দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল ও সদস্য সচিব সাজ্জাদুল ইসলাম মিরাজের নির্দেশনা অনুযায়ী তার পদ স্থগিত করা হয়েছে।তবে, কোন অভিযোগের ভিত্তিতে আব্বাস উদ্দিন আক্তারের পদ স্থগিত করা হয়েছে তার বিস্তারিত কোনো ব্যাখ্যা নেই চিঠিতে।এ বিষয়ে জানতে চাইলে যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল বলেন, সংগঠনের নির্দেশনা না মেনে কাজ করায় তার পদ স্থগিত করা হয়েছে। এ বিষয়ে তাকে আগেও সতর্ক করা হয়েছিল।পদ স্থগিতের বিষয়ে জানতে চাইলে কাফরুল থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আব্বাস উদ্দিন আক্তার বলেন, যুবদল ঢাকা মহানগর উত্তরের দপ্তর থেকে ফোন করে পদ স্থগিতের চিঠি দেয়। আমার অপরাধ গত ২০১৮ সালের নির্বাচনে বিএনপি মনোনীত ঢাকা-১৫ আসনের ‘ধানের শীষ’ প্রার্থীর পক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করা। কিন্তু বিএনপির পক্ষ ঢাকা-১৫ আসনের জন্য চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। মনোনয়ন প্রত্যাশী প্রার্থীগণকে এলাকায় কাজ করার নির্দেশ দিয়েছে দলের হাইকমান্ড। তাহলে সেই অপরাধে আমার পদ স্থগিত করা হবে কেন?যুবদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সঙ্গে যোগাযোগ করা হলে জানান, তিনি এ বিষয়ে আপাতত কথা বলতে রাজি নন।যুবদল ঢাকা মহানগর উত্তরের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মো. তানভীর আহমেদ খান ইকরাম স্বাক্ষরিত এক চিঠিতে পদ স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, লিখিত ও মৌখিকভাবে বারবার সতর্ক করার পরও দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল ও সদস্য সচিব সাজ্জাদুল ইসলাম মিরাজের নির্দেশনা অনুযায়ী তার পদ স্থগিত করা হয়েছে।
তবে, কোন অভিযোগের ভিত্তিতে আব্বাস উদ্দিন আক্তারের পদ স্থগিত করা হয়েছে তার বিস্তারিত কোনো ব্যাখ্যা নেই চিঠিতে।
এ বিষয়ে জানতে চাইলে যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল বলেন, সংগঠনের নির্দেশনা না মেনে কাজ করায় তার পদ স্থগিত করা হয়েছে। এ বিষয়ে তাকে আগেও সতর্ক করা হয়েছিল।
পদ স্থগিতের বিষয়ে জানতে চাইলে কাফরুল থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আব্বাস উদ্দিন আক্তার বলেন, যুবদল ঢাকা মহানগর উত্তরের দপ্তর থেকে ফোন করে পদ স্থগিতের চিঠি দেয়। আমার অপরাধ গত ২০১৮ সালের নির্বাচনে বিএনপি মনোনীত ঢাকা-১৫ আসনের ‘ধানের শীষ’ প্রার্থীর পক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করা। কিন্তু বিএনপির পক্ষ ঢাকা-১৫ আসনের জন্য চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। মনোনয়ন প্রত্যাশী প্রার্থীগণকে এলাকায় কাজ করার নির্দেশ দিয়েছে দলের হাইকমান্ড। তাহলে সেই অপরাধে আমার পদ স্থগিত করা হবে কেন?
যুবদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সঙ্গে যোগাযোগ করা হলে জানান, তিনি এ বিষয়ে আপাতত কথা বলতে রাজি নন।
