বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে আপনি যদি চিকিৎসা নিতে চান সোশ্যাল মিডিয়া থেকে, তাহলে আপনি ঘুরে আসতে পারেন ফেসবুকের বিভিন্ন পেজ থেকে। আর সেটা যদি হয়ে থাকে আপনার শারীরিক বা সেক্সের সমস্যা, তাহলে তো আর কোন কথাই নেই। এই ধরনের শত শত পেজ চলে আসবে আপনার সমস্যার সমাধান নিয়ে।
এ ধরনের চিকিৎসা পেজ গুলো দেখে আপনি যখন চিকিৎসা নিতে তাদেরকে নক দিবেন, সঙ্গে সঙ্গেই চিকিৎসক সাড়া দেবে। প্রশ্ন করা হবে আপনার সমস্যা গুলো খুলে বলেন। তখন আপনি বললেন গ্যাস্ট্রাইটিস,এলার্জিজনিত বা সেক্স ওয়েল সমস্যা। এই সমস্যাগুলোর যে কোনো একটি সমস্যার শুধুমাত্র নাম যদি আপনি বলেন, আপনাকে আর কিছু বলতে হবে না। আপনার বাকি A টু Z সমস্যার কথা চিকিৎসক নিজেই বলে দেবে। চিকিৎসক রোগীকে পরামর্শ দেবে। আপনি আমার ভাই, আমি আপনার ভাই। আমি যদি আপনার কোন উপকারে না আসতে পারি আপনার কোন ক্ষতি করব না ইনশাআল্লাহ। আমি যৌন দুর্বলতার ব্যাপারটার কথা বলছি :আপনার সমস্যার কথা শুনে মনে হচ্ছে আপনার শারীরিক সমস্যা খুবই প্রকর। এই সমস্যা নিয়েই বেশিরভাগ রোগী আমার কাছে আসে। মাশাআল্লাহ এখন তারা সকলেই সুস্থ। আপনি সঠিক জায়গায় এসেছেন, ইনশাআল্লাহ আপনিও সুস্থ হবেন। আপনার জন্য দরকার একটি ফাইল। হ্যাঁ ফাইলটির দাম হবে ৩৫০০ থেকে ৪০০০ হাজার টাকা। আপনি তার ভাই হিসেবে অবশ্যই চিকিৎসক আপনাকে ডিসকাউন্ট করে দেবে। আর তাতে পাইলের দাম আসবে ২৫০০ থেকে ২০০০ হাজার টাকা। আপনাকে একটি টাকাও অগ্রিম পে করতে হবে না শুধু কুরিয়ার সার্ভিসের টাকাটা পেয়ে করতে হবে। আপনি যখন তার সঙ্গে একবার কথা বলে ফ্রি হয়ে যাবেন। আপনার সমস্যার কথা আপনি যখন তাকে আরেকটু বুঝিয়ে বলার জন্য তার সঙ্গে সাক্ষাৎ করতে বলবেন। সেই সাক্ষাত আপনার জন্য কোনদিনই সম্ভব নয়। প্রতারক আপনার কাছ থেকে এই সুযোগটি নেওয়ার কারণ হচ্ছে। সত্যিই যদি আপনার এই ধরনের সমস্যা থেকে থাকে। আপনি লজ্জাবোধ করে কোন ডাক্তারের কাছে যেতে পারছেন না। পারছেন না আপনি সরাসরি আপনার সমস্যার কথা খুলে বলতে। প্রতারক আপনার কাছ থেকে সেই সুযোগটি নিচ্ছে। এবং তার ওষুধটি আপনার হাতে তুলে দিয়ে আপনাকে ঠেলে দিচ্ছে মৃত্যুর দিকে। বি: দ্রা: সরাসরি চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ ছাড়া কখনোই চিকিৎসা সেবা পেতে পারেন না।